1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৫৬ টাকা খরচে সরকারি চাকরি পেল ৬২ জন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ২০তম গ্রেডের শূন্যপদে ৬২ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। গত ৩ জুলাই থেকে তারা যোগ দিয়েছেন কাজে। মাত্র ৫৬ টাকায় সরকারিভাবে ফরম পূরণ করে চাকরিপ্রার্থীদের নিজ যোগ্যতায় এ জনবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনো প্রকার তদবির বা লেনদেন ছাড়াই এ নিয়োগ হয়েছে। মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি মোতাবেক সরকারি কোটাপূরণসহ দ্রুততম সময়ে এ নিয়োগ সম্পন্ন করা হলো।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সার্কিট হাউস এবং স্থানীয় সরকার শাখায় অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯৫৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন, নিয়োগপ্রাপ্ত হন ১৪ জন, এক জন নিয়োগপত্র নিতে আসেননি। নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন, ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২৯ জনের নিয়োগ হয়। পরিচ্ছন্নতাকর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন, নিয়োগ পেয়েছেন ১৫ জন, একজন নিয়োগ নিতে আসেননি।

সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহণ করা হয়, ৫ জন পরীক্ষা দেন এবং একজনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০ জনের আবেদন পাওয়া যায়, ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহণ করা হয়, ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং এক জনের নিয়োগ হয়। অফিস সহায়ক পদে ১৪ জন নিয়োগ পেয়েছেন।

চাকরি পেয়ে সামসুন্নাহার সালমা বলেন, এ চাকরি গ্রহণ করতে আবেদনের খরচ ৫৬ টাকা শুধু খরচ হয়েছে। এ ছাড়াও চাকরি পেতে কোথাও কোনো টাকা কিংবা লবিং করতে হয়নি।

বেয়ারার পদে নিয়োগ পাওয়া মো. আরিফুল ইসলাম ভুঁইয়া সুমন বলেন, চাকরির জন্যই পরীক্ষা দেয়া হয়েছে এবং সহজে নিয়োগসম্পন্ন হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।


সর্বশেষ - রাজনীতি