1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভোমরা বন্দরে কর্মচাঞ্চল্য শুরু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি  : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৩ জুলাই, ২০২২

ঈদুল আজহার চার দিনের ছুটি শেষে বুধবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে আবারও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।

এদিকে গত চারদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক মাকছুদ খান জানান, বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আমেজ শেষে দুই এক দিনের মধ্যে বন্দরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, সরকারি ছুটি তিন দিন হলেও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন যৌথভাবে ১ দিন বাড়তি ছুটি ঘোষণা করে। তবে গতকালও বন্দরের সব সরকারি অফিস খোলা ছিল।

ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে এ চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।


সর্বশেষ - রাজনীতি