1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২৮ জুন, ২০২৩

বঙ্গবন্ধু সেতুতে একদিনেই ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপারের মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত একদিনে যানগুলো উল্লেখিত পরিমাণ টোল দিয়ে সেতু পারাপার হয়েছে বলে জানান বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

নির্বাহী প্রকৌশলী পাভেল জানান, গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। আর সেতুর পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।


সর্বশেষ - রাজনীতি