1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে, বলছে ইউএনএইচসিআর

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২১ জুন, ২০২৩

জাতিসংঘও রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে। তবে মিয়ানমারে এখনো তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে, মঙ্গলবার সকালে এসব কথা বলেন, সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে, রোহিঙ্গাদের নিয়ে যৌথভাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইউএনএইচসিআর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে ১৯জন রোহিঙ্গা ফটোগ্রাফারের তোলা ছবিতে, কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা জনগোষ্ঠীটির জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইয়োহানেস ভন ডার ক্লাও আরও বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন।

জন্মভূমিতে ফিরে যাওয়া তাদের অধিকার। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও তাগিদ দেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন রোহিঙ্গাদের তহবিল ঘাটতি নিয়ে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি।

ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, প্রত্যাবাসনের পাইলট প্রকল্পের আওতায় যারা ফিরে যেতে আগ্রহী তাদের স্বেচ্ছায় সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা শুধু বলতে চাই মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়টি মনে রাখতে হবে। রোহিঙ্গাদের তহবিলের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ - রাজনীতি