1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভয়ঙ্কর মাদক আইসের সবচেয়ে বড় চালান আটক 

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ মে, ২০২৩

দেশে আইস মাদকের সবচেয়ে চালানসহ চোরাচালানে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার ( ৬ মে) রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জব্দ করা আইসের ওজন ২৪ কেজি। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা, যা এ যাবৎকালে জব্দ করা আইসের সর্ববৃহৎ চালান বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৬ মে) রাতে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

রবিবার (৭ মে) বেলা পৌনে ১২টায় কক্সবাজার র‍্যাব-১৫ সদর দফতরে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।


সর্বশেষ - রাজনীতি