1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ এক উন্নয়ন সাফল্যের গল্প: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশেষ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ মে, ২০২৩

বিশ্বের সামনে বাংলাদেশ সত্যিকার অর্থে অন্যতম এক উন্নয়ন সাফল্যের গল্প বলে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। টুইট বার্তায় মার্সি টেম্বন আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের অনেক উদাহরণ আছে যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে। বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ মন্তব্য করেন তিনি।

টুইট বার্তায় মার্সি টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

গত ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা বহুমুখী সেতুর একটি চিত্রকর্ম উপহার দেন।

মার্সি টেম্বন গত বছরের আগস্টে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন শেষে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্বে যোগ দেন। ১ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।


সর্বশেষ - রাজনীতি