1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

করোনায় দিশেহারা ভারতের পাশে হলিউড তারকারা

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৩ মে, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের করুণ শিকার হয়ে ভয়ানক সময় পার করছে ভারত। প্রতিদিন সংক্রমণ এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে দেশটিতে৷ যেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখেরও বেশি আর মৃত্যু তিন হাজার ছাড়িয়ে৷
এই বাজে সময়ে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছেন বিশ্বের অনেক নেতারাই৷ নানা সহযোগিতা দিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে অনেক রাষ্ট্র।

এমন সময় ভারতের দুর্দিন কাটানোর লড়াইয়ে যোগ দিলেন একঝাঁক হলিউড তারকারাও। ক্যাটি পেরি, রিচার্ড ম্যাডেন, শন মেন্ডেস, কুনাল নায়ার, লিলি সিং, লানা কনডর, এলেন ডিজিনিয়ার্স, মিন্দি কালিং, জাদা পিনকেট স্মিথসহ অনেক তারকাই এগিয়ে এসেছেন। তারা ত্রাণ সামগ্রী পাঠানোসহ সকলকে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ।
জনপ্রিয় গায়ক শন মেন্ডেস তারেক ভিডিও বার্তায় জানায়, ‘আপনারা যারা ভারতের সঙ্গে আছেন, তাদের সংস্কৃতির সঙ্গে আছেন, তারা দয়া করে ভারতের পাশে দাঁড়ান। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানোর ব্যবস্থা করুন।’
এলেন ডিজিনিয়ার্স তারেক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘ভারতের আমাদের সাহায্য প্রয়োজন। আমি এবং আমার বন্ধু মিলে ১ মিলিয়ন মার্কিন ডলার জোগাড় করার চেষ্টা করছি । আপনারা সবাই মিলে যদি সাহায্যের হাত বাড়ান, তাহলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সমর্থন হব।’
রিচার্ড ম্যাডেন জানান, ‘ভারতের পাশে থাকতে পেরে দারুণ স্বস্তিবোধ করছি। প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য।’

এছাড়া আরও অনেক তারকা ভারতের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
ক্যাটি পেরি তার এক টুইট বার্তায় লেখেন, ‘ভারতের অবস্থা শোচনীয়। হাসপাতালও নতুন রোগী ভর্তি করে জায়গা দিতে পারছে না। আপনারা দয়া করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভারতের পাশে দাঁড়ান। অক্সিজেন সিলিন্ডারসহ যেভাবে পারেন ভারতকে সাহায্য করুন।
আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’


সর্বশেষ - রাজনীতি