1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ-আমেরিকায় যাচ্ছে পটুয়াখালীর টাইগার চিংড়ি

পটুয়াখালী জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর উপকূল থেকে ইউরোপ আমেরিকার দেশগুলোতে কোটি কোটি টাকার টাইগার চিংড়ি রফতানি হচ্ছে। ফলে এ চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতের কাজ করে কর্মসংস্থান হয়েছে উপকূলের প্রায় অর্ধলাখ নারী ও পুরুষের।

সোমবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর তেতুলীয়া নদী পাড়ে সরেজমিনে দেখা যায়, বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে জেলেরা ঘাটে নিয়ে আসেন। এরপরই সেখানে নারী-পুরুষের মহাকর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ ফিশিংবোট থেকে মাছ নামান। কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করে বের করছেন। কেউ বা আবার টাইগার চিংড়ির মাথা কেটে আলাদা করে রফতানির উপযোগী করছেন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ তেঁতুলিয়া পাড়ের জেলেপল্লিতে নিত্যদিন এমন ব্যস্ততার দেখা মিলে। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে এ চিংড়ির তেমন চাহিদা না থাকলেও ইউরোপ-আমেরিকার দেশগুলোতে এর বেশ চাহিদা রয়েছে। ফলে পটুয়াখালী থেকে প্রতি বছর কোটি কোটি টাকার টাইগার চিংড়ি বিদেশে রফতানি করা হয়।
 
এক টাইগার চিংড়ি ব্যবসায়ী বলেন, ‘এখানে শ্রমিকদের দিয়ে মাছ প্রক্রিয়াজত করা হয়, তারপর সেটি খুলনায় নিয়ে যাই। সেখানে কারখানার মাধ্যমে মাছ রফতানি করা হয়। এতে দেশেরই উন্নয়ন ঘটছে।’
এদিকে উপকূলের হাজার হাজার নারীর টাইগার চিংড়ি প্রক্রিয়াজাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থান হওয়ায় অনেক সংসারেই সচ্ছলতা ফিরেছে। এক নারী শ্রমিক বলেন, ‘এখানে চিংড়ি মাছ প্রক্রিয়াজাত করে আমরা আমাদের সংসার চালাচ্ছি ও ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি।’  
 
অন্যদিকে বিদেশে রফতানিযোগ্য চিংড়ি শিল্পের প্রসারে জেলেদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল। তিনি বলেন, ‘চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে আমাদের দক্ষিণাঞ্চলে বেশকিছু ফিশিংবোট কাজ করছে। আমরা এদের এ জাতের চিংড়ি ধরার জন্য উৎসাহিত করছি।’
 
উল্লেখ্য, জেলার ১৫ থেকে ২০টি পয়েন্টে টাইগার চিংড়ি বিদেশে রফতানির জন্য প্রতিক্রয়াজাত করা হয়। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান খুলনায়। সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে রফতানি করা হয়। আর এ চিংড়ি প্রক্রিয়াজাতের সঙ্গে সংযুক্ত রয়েছে উপকূলের প্রায় ২০ হাজার পরিবার। 


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ৫০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

রেমিট্যান্স: ১৭ দিনে এলো ১০৫ কোটি ডলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন মুনতাসীর মামুন

অর্থনৈতিক স্থিতিশীলতায় এগিয়ে চলুক অগ্রযাত্রা

‘রাশিয়ার দাবিগুলো খুবই বাস্তবসম্মত’ : জেলেনস্কি

মুশতাক-সামি-তাসনিম খলিল গংদের বাকস্বাধীনতার নমুনা

শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

আফগানিস্তানের এবার প্রকাশ্যে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান প্রশাসন

সামিসহ ১১ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল

আওয়ামী লীগ সরকার নয়, ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপির নেতারা : মির্জা আব্বাস