1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা সেতুতে রেলিং বসানো শুরু

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

পদ্মা সেতুতে রেলিং বসানো শুরু হয়েছে। শুক্রবার সেতুর মাওয়া প্রান্তে যানবাহন ওঠার লেনে এবং জাজিরা প্রান্তে যানবাহন নামার লেনে পরীক্ষামূলকভাবে এই রেলিং স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে সেতুর সৌন্দর্য আরো এক ধাপ বেড়ে গেছে। দিন দিন নান্দনিক হয়ে উঠছে স্বপ্নের পদ্মা সেতু।
 
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর দুই প্রান্তে ৩০ মিটার করে ৬০ মিটার রেলিং স্থাপিত হয়েছে। পরীক্ষামূলকভাবে স্থাপনের জন্য বিমানে করে ৩৪টি রেলিং এবং ৭০টি রেলিংয়ের পোস্ট আনা হয়েছে। রেলিং এসেছে যুক্তরাজ্য থেকে, আর পোস্ট এসেছে দুবাই থেকে। অ্যালুমিনিয়ামের তৈরি প্রতিটি রেলিং ছয় মিটার দীর্ঘ। পোস্টগুলো গত ২৮ মার্চ এবং রেলিংগুলো ৩০ মার্চ প্রকল্প এলাকায় পৌঁছে। এগুলো স্থাপনের জন্য আগে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর রেলিংগুলো স্থাপনের কাজ শুরু হয়। ১৫ ইঞ্চি উচ্চতার এই রিলিং ঘিরে এখন ভীষণ ব্যস্ততা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাকি রেলিং এখন পথে রয়েছে। রেলিংগুলো পৌঁছানোর পর দ্রুত সময়ে স্থাপনের প্রস্তুতি রাখা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি