1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হিন্দু এমপি’র ভাতিজা ছাত্রলীগ নেতাকে মুন্সিগঞ্জে ঢুকতে না দেওয়ার হুমকি হেফাজতের

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৩ এপ্রিল, ২০২১

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের ভাতিজা বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাসকে মুন্সিগঞ্জে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
গত শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ সদরের মুন্সিরহাট এলাকায় হেফাজতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা ও খতমে নবুওয়্যাত আন্দোলন বাংলাদেশের সভাপতি নূর হোসাইন নূরানি এ হুমকি দেন।
 
সম্প্রতি মুন্সিগঞ্জ শহরে হেফাজতের হরতালবিরোধী মিছিলের নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা আপন দাস। হেফাজতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোষ্টও দিয়েছিলেন তিনি।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে হেফাজত নেতা নূর হোসাইন বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাসকে যদি আয়ত্তে আনতে না পারেন, সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে চ্যালেঞ্জ করছি তাকে মুন্সিগঞ্জে প্রবেশ করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘এখন থেকে আমাদের নিজস্ব গোয়েন্দা থাকবে। দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের যারা থাকবেন, তারা যদি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেন, তাহলে ইঁদুরের বাচ্চার মতো ধরে নিয়ে আসব।’
তিনি আরও বলেন, ‘মোদি বাংলাদেশে আসার ঘোষণার পর থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সে শুধু এদেশে শহীদদের রক্ত পান করেননি, পাশাপাশি করোনা সরবরাহ করে গেছেন।’
 
এসময় আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইশাকী ও হেফাজতে ইসলামের সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।


সর্বশেষ - রাজনীতি