ত্রাণ সংক্রান্তে যেকোনও অনিয়মের তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করেছে চাঁদপুর জেলা পুলিশ। হটলাইন নম্বরটি হচ্ছে ০১৩১০-০০৫৯৫৯। এটি পুরো চাঁদপুর জেলার জন্য প্রযোজ্য।
জেলা পুলিশ জানিয়েছে, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে সরকারের ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা এবং যেকোনও অনিয়ম-দুর্নীতির তথ্য দ্রুত সরকারকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এই হটলাইন চালু করা হয়েছে। এটি দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে। চাঁদপুর জেলার যেকোনও ব্যক্তি তার এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সংক্রান্ত যে কোনও অনিয়ম কিংবা অভিযোগের তথ্য এই নাম্বারে জানাতে পারেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপর (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, এই নম্বরে ভুক্তভোগী কিংবা যেকোনও নাগরিক ফোন করে অথবা এসএমএস-এর মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন। এই নম্বরে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও চালু থাকবে, যাতে করে যে কেউই তার অভিযোগের পক্ষে চাইলে প্রমাণ হিসেবে ছবি কিংবা ভিডিও দিতে পারেন।