1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

১৭ মার্চে ছোটপর্দায় বঙ্গবন্ধুর চরিত্রে শহীদুজ্জামান সেলিম!

বিনোদন ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৬ মার্চ, ২০২২

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক ‘চেতনা’। চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন। বৈশাখী টিভিতে প্রচার হবে জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায়।

নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।

নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কেউ যদি বুকে ধারণ করে নিজেকে দেশসেবায় নিয়োজিত করে তাহলে দেশে কোনো অনিয়ম ও দর্নীতি বাসা বাঁধবে না। বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে।

তখনই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত দেশ। এই নাটকের মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকরা গ্রহণ করলে সেটাই হবে নাটকের স্বার্থকতা।’

আকাশ রঞ্জন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার মানসে এই গল্পটি নিয়ে কাজ করা। জাতির পিতার মতো করে দেশকে ভালোবাসলে এই দেশ সত্যিই সোনার বাংলা হবে। এখানে সব শিল্পীরাই খুব ভালো কাজ করেছেন। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’


সর্বশেষ - রাজনীতি