ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কবিরপুরে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।