1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আইটি কানেক্ট প্ল্যাটফরম তৈরি করবে বাংলাদেশ ও ইইউ

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৪ মার্চ, ২০২২

আইটি ব্যবসায়ীদের তথ্য আদান-প্রদানের সুবিধার্থে ‘বাংলাদেশ-ইইউ আইটি কানেক্ট প্ল্যাটফরম’ তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ১ মার্চ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।

এ ছাড়া বৈঠকে ইইউয়ের ‘হরাইজন’ কর্মসূচির আওতায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিষয়ে বৃত্তি প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে একমত পোষণ করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন শ্রমশক্তিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

দেশের প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার আউটসোর্সিং খাত থেকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছে। ২০৪১ সালের মধ্যে দেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ’
রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘অল্প সময়ে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। ’


সর্বশেষ - রাজনীতি