1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেলেন ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা (৬৩)। বাঙ্গা বর্তমানে ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। জানা গেছে, মাস্টার কার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকেই বিশ্ব ব্যাংকের পরবর্তী নেতৃত্বে চায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাসের পদত্যাগের ঘোষণার পরই এমন সিদ্ধান্ত নিলো বাইডেন প্রশাসন।

বিবৃতিতে বাইডেন বলেন, এই সংকটের সময়ে বাঙ্গাই বিশ্ব ব্যাংককে নেতৃত্ব দেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি সম্পদের সুষ্ঠু বণ্টনে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাঙ্গা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সামলেছেন। সৃষ্টি করেছেন অসংখ্য কর্মসংস্থান।


সর্বশেষ - রাজনীতি