1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চীনে খনিতে ধস: উদ্ধারকাজ চলাকালে ফের ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে গত বুধবার ধসে পড়া কয়লা খনিতে আটকা পড়া মানুষদের অনুসন্ধান এবং উদ্ধার অভিযান (বৃহস্পতিবার) স্থগিত রাখা হয়েছে। আবার বড় ধরনের ভূমি ধসের কারণে কাজ বন্ধ রাখা হয়েছে।

বুধবার চীনে কয়লা খনি ধসে কমপক্ষে ৫৭ জন আটকা পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছিল। এতে দুইজন নিহত, ছয়জন আহত এবং ৫৩ জন নিঁখোজ রয়েছেন বলে জানা যায়।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৯০০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। আটকে পড়াদের বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু আরেকটি বড় ভূমিধসের ঘটনা ঘটলে উদ্ধারকাজ বন্ধ করতে বাধ্য হয় তারা। উদ্ধার অভিযানের নেতা ওয়েই ঝিগুও রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিকে তিনি এ কথা জানান।

কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় এবং এ বিষয়ে এএফপির জিনজিং কোল মাইনিং কোম্পানির কাছেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সিসিটিভি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ‘নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করতে’।


সর্বশেষ - রাজনীতি