1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মাসের ব্যবধানে বদলে যাওয়া মাদক সাম্রাজ্য এখন ফুলের রাজ্য

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

চট্টগ্রামের মাদক সাম্রাজ্যে গড়ে তোলা ফুলের রাজ্যে অন্য রকম একটি দিন কাটাল প্রতিবন্ধী ও বাবা-মা হারা কয়েকশ শিশু। ফুলের বাগানে ঘুরে বেড়ানোর পাশাপাশি নানা রাইডে চড়ে উৎসবে মেতে ওঠে তারা। ফুলের সঙ্গেই খেলছে, ফুলের সঙ্গে মেলেছে আনন্দের ডানা। কেউবা আবার নৌকায় চড়ে গলায় ধরেছে বিশ্বজয়ের গান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এ আয়োজনে অংশ নেয় প্রতিবন্ধী ও অভিভাবকহীন শিশুরা। হুইলচেয়ার করে ঘুরে বেড়িয়েছে ফুল বাগানে।

চট্টগ্রাম সীতাকুণ্ডের সহকারী কমিশনার আশরাফুল আলম বলেন, এই ফুল বাগানে যারা এসেছে, তাদের অনেকেরই বাবা-মায়ের নেই পরিচয়, অনেকে এতিম শিশু। তবে সবাই একত্রে এখানে মিলিত হয়ে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধীবান্ধবভাবে আমরা এই পার্ক গড়ে তুলতে চাই।’

একসময়ের মাদক সাম্রাজ্যের পাশাপাশি অসামাজিক কার্যকলাপের জন্য পরিচিত এই পয়েন্টে ৪ জানুয়ারি উচ্ছেদ চালায় জেলা প্রশাসন। দখলমুক্ত ১৯৪ একরের বিশাল জায়গায় ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফুল উৎসবের।

 


সর্বশেষ - রাজনীতি