1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক ও সিরিয়ায়, নিহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি বাড়ছে। বেশিরভাগই ভবনধসে চাপা পড়ে নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার। এখন পর্যন্ত ৫৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, রাজধানী আঙ্কারা এবং অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। প্রাণহানি এড়াতে ঘর থেকে দ্রুত বের হয়ে পথে চলে আসেন বহু মানুষ। এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও ভূমিকেম্প বেশ কিছুভবন ধসে পড়েছে। এতে আটকাও পড়েছেন অনেকে। দিয়ারবাকের শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

ওসমানিয়া প্রদেশে ভবন ধসে ৫ জন নিহতের খবর দিয়েছেন সেখানকার গভর্নর। তিনি বলেন, ৩৪টি ভবন ধসে পড়েছে। সানলিউরফা শহরেরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। সেখানে ১৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশের উত্তর-পশ্চিমে একটি শক্তিশালী কম্পনের পর ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

সোমবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪২ জন সিরীয় মারা গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। সোমবার ভোর ৪টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

সানার প্রতিবেদনে আরও জানা গেছে, আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়েছে।

হোয়াইট হেলমেট হিসেবে পরিচিতি সিরীয় স্বেচ্ছাসেবী দল দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপে শত শত লোক আটকা পড়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ । ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। কিলোমিটার। প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। সাইপ্রাস এবং লেবাননেও কম্পন হয়।


সর্বশেষ - রাজনীতি