1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নদী তীর দখল করে গড়ে ওঠা অবৈধ ১৪ ইটভাটা উচ্ছেদ

খুলনা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

খুলনার ডুমুরিয়া উপজেলার হরি ও ভদ্রা নদী দখল করে গড়ে ওঠা ১৪টি ইটভাটা হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এর ফলে স্থানীয়দের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ উচ্ছেদ কার্যক্রম অভিযান চালানো হয়।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আমরা এরইমধ্যে ওই ১৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তাছাড়া সিএস রেকর্ড অনুযায়ী নদীর জমি চিহ্নিত করে তা উদ্ধার করতে ছয়টি ইটভাটার অংশ বিশেষ ও দুটির চিমনি ভাঙা হয়েছে। অভিযান অব্যাহত আছে। ভবিষ্যতে কেউ ফের এ ধরনের কাজ করলে কঠোরভাবে দমন করা হবে।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা জানান, তাদের অনুমোদন ছাড়াই এই ইটভাটাগুলো গড়ে উঠেছিল। কয়েক দফা নোটিশ দেয়ার পরও অবৈধভাবে কার্যক্রম চলছিল। সে কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদফতর, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ - রাজনীতি