1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইউক্রেনে বিমান ভর্তি অস্ত্র পাঠাল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সোমবার ইউক্রেনের দুটি অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনা প্রবেশের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর সেই উত্তেজনা চরমে পৌঁছে যায়।

কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আনিতা আনন্দ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “অস্ত্রভর্তি প্লেন ইতোমধ্যে আমাদের অংশীদার ইউক্রেনে পৌঁছে গেছে। এটি ছিল ইউক্রেনকে অস্ত্র সহায়তার দ্বিতীয় চালান। ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর রাশিয়ার আগ্রাসন অগ্রহণযোগ্য। কানাডা ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবসময় দেশটির পাশেই থাকবে।

এরই মধ্যে এ ঘটনায় বিক্ষুব্ধ পশ্চিমাদেশগুলো পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে। ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার পাশাপাশি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে জাপানও।

যেকোনও সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- এমন আশঙ্কার মাঝে সহায়তার জন্য দেশটিতে প্লেন ভর্তি অস্ত্র পাঠাল কানাডা।


সর্বশেষ - রাজনীতি