1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ক্রিকইনফোর বিপিএল একাদশের অধিনায়ক সাকিব

খেলাধুলা ডেস্ক  : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ফাইনালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে বিপিএলের অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় দলের সবার পারফরম্যান্সের ভিত্তিতে আসর শেষে শনিবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

ফাইনালে হারলেও পুরো আসরে সামনে থেকে বরিশালকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসানকে সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে। এই অলরাউন্ডারের হাতে উঠেছে টুর্নামেন্টসেরার পুরস্কার। ফাইনালের হিরো ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের পাশাপাশি চ্যাম্পিয়ন দল কুমিল্লা থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং দুই দেশি পেসার মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম।

তাদের সঙ্গে আছেন ঢাকার তামিম ইকবাল, খুলনার আন্দ্রে ফ্লেচার ও ইয়াসির আলী, চট্টগ্রামের উইল জ্যাকস ও মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সিলেটের এনামুল হক।

ক্রিকইনফোর সেরা বিপিএল একাদশঃ-

তামিম ইকবাল- ৪০৭ রান, ১৩২.৫৭ স্ট্রাইক

রেট, এক সেঞ্চুরি, চার ফিফটি।

উইল জ্যাকস- ৪১৪ রান, ১৫৫.০৫ স্ট্রাইক

রেট, চার ফিফটি।

আন্দ্রে ফ্লেচার- ৪১০ রান, ১৩৮.৯৮ স্ট্রাইক

রেট, এক সেঞ্চুরি, তিন ফিফটি।

সাকিব আল হাসান (অধিনায়ক)- ২৮৪ রান

১৬ উইকেট, তিন ফিফটি।

মঈন আলী- ২২৫ রান, ৯ উইকেট, এক ফিফটি।

ইয়াসির আলী- ২১৯ রান, ১৩৯.৪৯ স্ট্রাইক

রেট, এক ফিফটি।

এনামুল হক (উইকেটকিপার)- ২৮০ রান

চার ডিসমিসাল, এক ফিফটি।

সুনীল নারিন- ১৫৯ রান, ১৯৮.৭৫ স্ট্রাইক

রেট, চার উইকেট, দুই ফিফটি।

শহিদুল ইসলাম- ১৪ উইকেট ১৬.৯২ গড়, ৯ ইকোনমি

মৃত্যুঞ্জয় চৌধুরী- ১৫ উইকেট, ১৪.৯৩

গড়, ৯.১৪ ইকোনমি।

মোস্তাফিজুর রহমান- ১৯ উইকেট, ১৩.৪৭

গড়, ৬.৬২ ইকোনমি।


সর্বশেষ - রাজনীতি