পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং। মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
চিঠিতে সিয়েন লিখেছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে এগিয়েছে। সিঙ্গাপুর এবং বাংলাদেশের সম্পর্ক মানুষ থেকে মানুষ এবং সাংস্কৃতিক দৃঢ় ভিত্তিতে গভীরতর হয়েছে। আমাদের বন্ধন অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে, উন্নয়ন, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে প্রসারিত হচ্ছে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আমাদের দুই সরকারের মধ্যে বন্ধুত্ব আরও বাড়তে পারে এবং আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।
নতুন মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন সিয়েন।