1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

তুলে দেওয়া হচ্ছে অব্যবহৃত ডেটা ব্যবহারের সীমা

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নির্ধারিত ইন্টারনেট প্যাকের অব্যবহৃত ডেটার পুরোটায় ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এর আগে গ্রাহকেরা ৫০ জিবি পর্যন্ত অব্যবহৃত ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেতেন।বিটিআরসি ২০২২ সালের মার্চে অব্যবহৃত ডেটা নতুন প্যাকের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সুবিধা পেতে মেয়াদ শেষ হওয়ার আগেই একই ধরনের ডেটা প্যাক কেনার শর্ত দেওয়া হয়। একই সঙ্গে অব্যবহৃত ডেটার ৫০ জিবির বেশি যুক্ত হবে না বলেও জানায় সংস্থাটি।

গ্রাহকের অব্যবহৃত ডেটার ৫০ জিবি পর্যন্ত ব্যবহারে বাধ্যবাধকতায় আপত্তি ছিল টেলিকম অপারেটরদের। মোবাইল অপারেটর কোম্পানি রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলটরি অফিসার সাহেদুল আলম বলেন, ‘বিটিআরসিকে বলেছিলাম, আনলিমিটেডের ব্যাপারটা ট্যাক্টিক্যালি ফিসিবল না। আমাকে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয়, তাহলে ৫০ জিবিতে সীমাবদ্ধ করা সম্ভব না। এটা আরও বেশি দিতে হবে। আনলিমিটেড রাখতে হবে।’

বিটিআরসির মহাপরিচালক খলিল উর রহমান বলেন, ‘আমরা মনে করছি, এটা গ্রাহকবান্ধব ছিল না। সেজন্য অপারেটরদের জানিয়েছি, ৫০ জিবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যার যতটুকু থাকবে সেটুকু যোগ করতে হবে। দুই–এক দিনের মধ্যে এই বিষয়ে চিঠি দেওয়া হবে।’

এদিকে সব ধরনের প্যাকেই আগের যে কোনো অব্যবহৃত ডেটা যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আর মেয়াদ শেষের আগেই একই প্যাক কেনার নিয়মও তুলে নেওয়ার কথা বলছেন তাঁরা।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এমন হতে পারে যে, কারওর ব্যবহারের শেষে হয়ত ২০০ থেকে ৩০০ এমবি রয়ে গেছে। সেক্ষেত্রে রিচার্জ যদি ৩ দিন পরও করা হয়, তাহলে সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে, যে কোনো প্যাকই কেনা হোক না কেন, যাতে অবশিষ্ট ডেটা যোগ করা হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের পর অপারেটররা তা সঠিকভাবে মানছেন কি না—এটি নজরদারি করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকেরা।


সর্বশেষ - রাজনীতি