1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৯ নারী প্রার্থী নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। সোমবার (৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ নারী প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। এছাড়া জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬২ আসনে।

ভোটে অংশগ্রহণকারী ইসলামি দলগুলো হচ্ছে- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এসব দলের ২৭৬ প্রার্থী ছিলেন। তবে তাদের মধ্যে কেউই জিততে পারেননি।

ভোটে নির্বাচিত নারী এমপি ১৯ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ নারী নির্বাচিত হয়েছেন। এবার সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৯৬৯ জন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির ১৫ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ মনোনীত এক নারী প্রার্থী এগিয়ে রয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার নারী জয়ী হয়েছেন।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যরা হলেন- গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা, রংপুর-৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরি, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মুন্সিগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, চাঁদপুর-৩ আসনে দীপু মনি, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার, মাদারীপুর-৩ আসনে মোসা. তাহমিনা বেগম, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত ও হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিজয়ী হয়েছেন।

অনিয়মের অভিযোগে স্থগিত হওয়ায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফল প্রকাশ করেনি ইসি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। এ আসনের স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। দুইজনের ভোটের ব্যবধান ৯৮৫। স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে একাদশ সংসদে জাতীয় পার্টি থেকে দুজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে একজন নারী প্রার্থী নির্বাচিত হন। তবে এবার অন্য কোনো দলের নারী প্রার্থীরা জয়ী হতে পারেননি।


সর্বশেষ - রাজনীতি