1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফেব্রুয়ারিতেই বিসিবি’র নতুন কোচ 

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

রাসেল ডোমিঙ্গো বিদায় নেয়ার পর বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিলো, মার্চে ইংল্যান্ড সিরিজের আগেই কোচ পেয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে শোনা গিয়েছিলো, মার্চেই হয়তো কোচ পাবে বাংলাদেশ দল। তবে, সোমবার সিলেটে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই কোচ পাবে টাইগাররা।

বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, নতুন কোচকে ১৮-২০ ফেব্রুয়ারি ঢাকায় আশা করছেন তিনি। সিলেটে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগেই আমরা কোচ পেয়ে যাব। আশা করছি, ফেব্রুয়ারির ১৮ থেকে ২০ তারিখের মধ্যে তাকে (নতুন কোচ) দেখতে পাবেন।’

কে হচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী কোচ? গুঞ্জন আগে থেকেই ছিল, যে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেই নতুন কোচ হয়ে আসবেন। এখনও হয়তো এ নামের ওপরই স্থির রয়েছে বিসিবি। আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন এখন এই শ্রীলঙ্কান। দীর্ঘদিন ধরেই তাকে আনার চেষ্টা করছে বিসিবি। এখন পরিস্থিতি যদি কোনোভাবে পাল্টে না যায়, তাহলে হাথুরুসিংহেই হয়তো হবেন বাংলাদেশের পরবর্তী কোচ।

তবে কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে খবর আসছে, হাথুরুসিংহে হয়তো আসবেন না বাংলাদেশে। এ নিয়ে প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে পাল্টা প্রশ্ন করেন নাজমুল হাসান পাপন, ‘(হাতুরাসিংহের না আসার) খবরটা কি আমি আপনাদের দিয়েছি? কোচের ব্যাপারে আমি আগেই বলেছি। ফেব্রুয়ারি ১৮ কিংবা ২০ তারিখে তাকে দেখতে পাবেন।’


সর্বশেষ - রাজনীতি