1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কোটি দুঃস্থের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে ভাতা : প্রধানমন্ত্রী

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

ভোগান্তি কমলো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা জনগোষ্ঠীর। এখন থেকে প্রায় ১ কোটি জনগণ ভাতা সরাসরি পাবেন তাদের মোবাইল অ্যাকাউন্টে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি সমাজকল্যাণ মন্ত্রণলায়ের এ উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোদ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ব্যাংক থেকে ভাতার অর্থ তুলতে হতো সামাজিক নিরাপত্ত বেষ্টনীর আওতায় থাকা জনগোষ্ঠিকে। মুজিববর্ষে সে দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সামাজিক নিরপত্তা বেষ্টনীর আওতায় থাকা প্রায় ১ কোটি জনগণ ভাতা সরাসরি পাবেন তাদের মোবাইল অ্যাকাউন্টে।
বক্তব্যে সমাজের অনগ্রসরদের আর্থ-সামাজিক উন্নয়নে নেয়া পদক্ষেপের কথা জানান সরকার প্রধান।  প্রাপ্ত সুবিধা যেন সরাসরি সুবিধাভোগীর হাতে পৌঁছায়; তা নিশ্চিতে গুরুত্ব দেন তিনি।
অনগ্রসরদের কেউ যেন সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন না ভাবেন তাই ভাতার ব্যবস্থা বলে জানান প্রধানমন্ত্রী। সেই সাথে কর্মক্ষমদের তাগিদ দেন, শুধু ভাতার ওপর নির্ভরশীল না হয়ে সামর্থ্য অনুযায়ী করার।
নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
পরে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোণার সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্স কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সর্বশেষ - রাজনীতি