বিনোদন ডেস্কঃ
অপু বিশ্বাসকে বিয়ের খবর প্রকাশের পর এবার আরও বিয়ের অভিযোগ উঠেছে ঢালিউড কিং শাকিব খানের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এর আগে রাত্রি নামের আরেক এক্সট্রা শিল্পীকে বিয়ে করেছিলেন শাকিব। এ নিয়ে এখন ফেসবুকে বেশ শোরগোল শুরু হয়েছে।
বিকেলে শান আরাফ নামের এক অভিনেতা তার ফেসবুকে এ তথ্য দেন।
তার ষ্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
তাহলে রাত্রির কি হবে?? ……..
যখন শাকিব খান নতুন ছিলো তখন এফডিসিতে রাত্রি নামে একজন এক্সট্রা শিল্পীর সাথেও নাকি শাকিব খানের বিয়ে হয়েছিল বলে রাত্রি জোর দাবি করে, যদিও তার কাছে বিয়ের কোন কাগজ পত্র নেই, গরিব এবং অশিক্ষিত মনে হয় রাত্রিকে….. সেই ঘরেও শাকিব খানের একটা ছেলে আছে, গরিব বলে আজও রাত্রি তার ছেলের স্বীকৃতি পায়নি শাকিব খানের কাছ থেকে……অপু নায়িকা আর সে নায়িকা নয় বলেকি তার কিছুই হবেনা……??
এখনও রাত্রি এফ ডি সি তে পাগলের মতো ঘুরে বেড়ায়…..এফ ডি সি তে প্রায় সবাই রাত্রিকে চেনে….
সূত্র: ফেইসবুক
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের “নিরাপদনিউজডটকম” হতে।
লিংকঃ http://www.nirapadnews.com/%E0%A6%8F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%8F/