আগেই ঘোষণা এসেছিল শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসরের। সোমবার(২৪ অক্টোবর) এই গেমস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কমিটির নির্বাহী চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সিদ্ধান্ত অনুযায়ী, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২২টি ডিসিপ্লিনে আগামী বছরের ২ থেকে ১০ জানুয়ারি উপজেলা পর্যায়ে শুরু হবে। ১৬ থেকে ২২ জানুয়ারি জেলা ও ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে হবে। চূড়ান্ত পর্ব ঢাকায় হবে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।
ডিসিপ্লিনগুলো হলো- আর্চারি, ফুটবল, শুটিং, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, সুইমিং, রেসলিং, ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, উশু, বক্সিং, জুডো, টেবিল টেনিস, সাইক্লিং, বাস্কেটবল, কাবাডি, তায়কোয়ান্দো, দাবা, কারাতে ও ভলিবল।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে প্রথম যুব গেমস মাঠে গড়িয়েছিল।