দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে পাওয়া গেছে একটি ইলিশ মাছ। মাছটির আনুমানিক ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম।
রোববার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিষিদ্ধ জাল জব্দ করতে গিয়ে জাল থেকে মাছটি উদ্ধার করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান। পরে নৌ থানার একটি ফ্রিজে মাছটি সংরক্ষণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে আমি হাটহাজারীর গড়দুয়ারায় গেছিলাম। ফেরার পথে কচুখাইন এলাকায় নিষিদ্ধ জাল দেখতে পেয়ে উদ্ধার করি। পরে ওই জালেই একটি ইলিশ মাছ পাওয়া যায়। আমার জানা মতে হালদায় এই প্রথমবারের মতো ইলিশ পাওয়া গেলো। ইন্টারেস্টিং মনে হওয়ায় ইলিশটি নৌ-থানার ফ্রিজে সংরক্ষণ করেছি।