ঢাকায় সিপিসি’র ৬৩তম সম্মেলন চলাকালে সংসদ ভবনসহ আশপাশের এলাকায় চলাফেরা নিয়ন্ত্রণ করার নির্দেশনা দিয়েছে পুলিশ। ১ থেকে ৮ নভেম্বর এ সম্মেলন উপলক্ষে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ ক্ষতিকর দ্রব বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সব ধরনের মিছিল, সমাবেশ ও শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন।
ডিএমপি কমিশনারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১-৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যৌথ উদ্যোগে সিপিসির ৬৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকারসহ গণ্যমান্য অতিথিরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও বিআইসিসিতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। যেহেতু অনুষ্ঠান চলাকালে চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, বিআইসিসি ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন, সেহেতু আমি মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে উল্লিখিত এলাকায় ১/১১/২০১৭ খ্রি. সকাল ৬টা হতে ৮/১১/২০১৭ খ্রি. রাত ২৩টা (রাত ১১টা) পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি। এ আদেশ ১/১১/২০১৭ খ্রি. সকাল ৬টা হতে ৮/১১/২০১৭ খ্রি. রাত ২৩ টা (রাত ১১টা) পর্যন্ত বলবৎ থাকবে।