সৌদি আরবের রাজপ্রাসাদে হামলা করেছে এক বন্দুকধারী। শনিবার জেড্ডায় সৌদি রাজপ্রাসাদের সামনে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এ হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় দু’জন নিরাপত্তরক্ষী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। নিরাপত্তারক্ষীদের পালটা গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার একটি গাড়ি করে সৌদি রাজপ্রাসাদের সামনে আসে এক যুবক। গাড়ি থেকে নেমেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে।
সৌদি সরকারের এক মুখপাত্র জানান, হঠাৎ হামলার জবাবে রাজপ্রাসাদের নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে হামলাকারীর মৃত্যু হয়।