1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দুর্গাপূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি মঙ্গলবার রাজধানীর খামার বাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রমান করেছে এদেশে সব ধর্মের সমান অধিকার। কোন ধর্মকে এদেশের মানুষ খাটো করে দেখে না। মানবতাকে উর্ধ্বে তুলে জনগণ অসহায় মানুষের পাশে থাকে। সারাবিশ্বে শান্তির প্রতীক হিসাবে সমাদৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষ আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে।
সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিলীপ কুমার রায়, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোনভাবেই যেন সম্প্রীতি নষ্ট না হয় সরকার সেদিকে সর্বদা সতর্ক আছে। এজন্য আইন- শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া আছে।


সর্বশেষ - রাজনীতি