রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আপনাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে অবশ্যই দেশের প্রকৃত ইতিহাস ও কৃষ্টি তুলে ধরার জন্য কাজ করতে হবে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
আবদুল হামিদ সোসাইটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে এনসাইক্লোপিডিয়া অব ওয়ার অব লিবারেশন, ন্যাশনাল অ্যাটলাস অব বাংলাদেশ অ্যান্ড ডিজিটাইজড ডাটা অ্যান্ড ই-পাবলিকেশনসহ এশিয়াটিক সোসাইটির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অবহিত করেন। তারা এশিয়াটিক সোসাইটির কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর শরীফ উদ্দিন আহমেদ, একরাম আহমেদ ও প্রফেসর একেএম গোলাম রব্বানী।