1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত-১০

eb-editor : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

মো: তাওহীদুল হক চৌধুরী: নোয়াখালী জেলার বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের রহিস মার্কেট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী ও প্রবাসীর ওপর হামলা হয়েছে। এ সময় দোকান ঘর ও সীমানা পিলার ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। উক্ত হামলায় ব্যবসায়ী আবু সায়েদ খোকন ও প্রবাসী মহিউদ্দিন স্বপন সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে কয়েকজন যুবক মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের রহিস মার্কেটে আতকিত হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।এ সময় তাদের বাধা দিতে গেলে ব্যবসায়ী আবু সায়েদ খোকন ও প্রবাসী মহিউদ্দিন স্বপন, স্থানীয় বাসিন্দা ছালাউদ্দিন জুয়েল, সোহেল, আসলাম, জসিম উদ্দিনসহ ১০ জন লোক আহত হয়।
হামলাকারীরা মাছুম ও ইউসুফ নামের স্থানীয় প্রতিপক্ষের লোক বলে অভিযোগ করা হয়েছে। হামলার শিকার ভূক্তভোগীদের পারিবারিক সূত্রে আরও জানা যায়. ইতোপূর্বে হামলাকারীদের বিরুদ্ধে বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থানায় মামলা রয়েছে। তারা পূর্বের মামলা তুলে নেওয়ার জন্যও হামলার শিকার প্রতিপক্ষদের প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।


সর্বশেষ - রাজনীতি