প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার উত্তরাঞ্চলের বন্যাদুর্গত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি দেখতে প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ও দিনাজপুরে যাবেন।
জানা গেছে, শেখ হাসিনার সফর উপলক্ষে বুধবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।