(ইবার্তা ডেস্ক): শনিবার সন্ধ্যায় পাকিস্তানে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহরে সেনাবাহিনীর একটি ট্রাকে আত্মঘাতি বোমা বোমা হামলায় আট নিরাপত্তাকর্মীসহ ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খবর সিনহুয়া’র।
ভয়াবহ এই বিস্ফোরণের পর আশপাশের দুটি গাড়ি, চারটি রিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে, শব্দ শোনা গেছে কয়েক মাইল দূর থেকেও।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ার উল হক কাকার বলেন, কোয়েটার পাশিন চকের একটি ব্যস্ত এলাকায় স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানী সেনাবাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এই বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে অন্তত আট নিরাপত্তাকর্মী রয়েছে।
বিস্ফোরণের পর উদ্ধারকারী দল, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের নগরীর সিভিল হসপিটালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। বেলুচিস্তানের সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, এটি আত্মঘাতি হামলা।