1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে উড়ছে রুশ গোয়েন্দা বিমান

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৯ আগস্ট, ২০১৭

ইবার্তা অনলাইন ডেস্ক: হোয়াইট হাউজ, পেন্টাগন, সিআইএ সদর দফতর, মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড, ভার্জিনিয়ার লাংগলি সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানের আকাশসীমায় রাশিয়ার গোয়েন্দা বিমান টিইউ-১৫৪কে উড়তে দেখা গেছে বলে দাবি করেছেন মার্কিন দুই কর্মকর্তা। তাদের ভাষ্য, পেন্টাগন, ক্যাপিটল নামে পরিচিত ওয়াশিংটনের কংগ্রেস ভবনসহ মার্কিন অন্যান্য সরকারি ভবনের আকাশ সীমায়ও রুশ গোয়েন্দা বিমানকে উড়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, আমেরিকা রাশিয়াসহ ৩২ দেশের স্বাক্ষরিত ‘খোলা আকাশ চুক্তি’র আওতায় বিমানটি ওয়াশিংটনসহ অন্যান্য এলাকার আকাশসীমা দিয়ে ওড়ে।
তাদের মতে খোলা আকাশ চুক্তি অনুসারে স্বাক্ষরিত দেশগুলোর সদস্যরা অন্য দেশের আকাশসীমা দিয়ে অস্ত্রহীন নজরদারি বিমান ওড়াতে পারবে। স্বচ্ছতা এবং আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ তৎপরতা বজায় রাখার স্বার্থে বিমান ওড়ার অনুমতি দেয়া হয়েছে।
জানা গেছে, মার্কিন ক্যাপিটল পুলিশ গতকাল স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে উড্ডয়ন নিষিদ্ধ এলাকার আকাশসীমায় একটি বিমান উড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। এছাড়া, সন্ধ্যায় আরেকটি রুশ বিমান নিউ জার্সির বেডমিনিস্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রের উপর দিয়ে উড়ে যাবে বলেও জানিয়েছিল মার্কিন চ্যানেল সিএনএন।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ’র পরিচালক লে জেনারেল ভিনসেন্ট স্টুয়ার্ড বলেছেন, রাশিয়া চুক্তির অপব্যবহার করছে বলে। রুশ বিমানকে এ ধরণের উড়তে দেয়ার সুযোগ বন্ধ করে দেয়া উচিত।


সর্বশেষ - রাজনীতি