1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শেষ হয়ে আসছে সৌদি আরবের তেল!

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

ইবার্তা অনলাইন ডেস্ক: তেল শেষ হয়ে গেলে বিকল্প উপার্জনের পথ নিয়ে ভাবতে শুরু করেছে সৌদি আরব। জানা গেছে গত বছর থেকে তেলের পাশাপাশি বিকল্প আয়ের ক্ষেত্র তৈরিতে বিভিন্ন পরিকল্পনা করা হয়। মরুভূমির বালুতেই আয়ের ক্ষেত্র তৈরিতে কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।
জানা গেছে মরুভূমিতে শহর তৈরির জন্য বিভিন্ন এলাকা চিহ্নিত করা হচ্ছে। গত মাসে মরুভূমিতে শহর দুটি শহর তৈরির ঘোষণা দেয় সৌদি আরব। শহর দুটি তৈরির জন্য যে বিপুল পরিমাণ মরুভূমি চিহ্নিত করা হয়েছে, তার একটির আয়তন বেলজিয়ামের চেয়ে বেশি, অপরটির আয়তন প্রায় মস্কোর সমান।
নির্মানাধীন শহর দুটিতে একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। গুরুত্ব দেয়া হচ্ছে বিনোদন, শিল্প, পর্যটন ও আর্থিক লেনদেনে।
শহর তৈরিতে খরচ হবে প্রায় ৬ হাজার সাতশো কোটি টাকা। তেলের দাম পড়ার কারণে ধীর গতিতে কাজ চলছে।
এ বছর এপ্রিল মাসে ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’ এর ৮৪ পাতার ব্লু প্রিন্টে শহর দুটিতে নির্মাণ সম্পন্ন করা ও বিনিয়োগ উৎসাহিত করার কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি