ইবার্তা টোয়েন্টিফোর ডটকম: ক্রিকেট ইতিহাসে ‘চার’ ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ বা ততোধিক রান ও অন্তত ২০ বা ততোধিক উইকেট শিকার করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। গতরাতে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ২৫২ রান ও ২৫ উইকেট নেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ বা ততোধিক এবং ২০ বা ততোধিক উইকেট শিকার করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্থান পেলেন মঈন।
ক্রিকেট ইতিহাসে এমন প্রথম এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি। ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ৩০১ রান ও ২১ উইকেট নিয়েছিলেন হ্যাডলি।
তবে টেস্ট সিরিজে ২৫০ রান ও ২৫ শিকার করা অষ্টম খেলোয়াড় হলেন মঈন। অবশ্য এমন কীর্তি গড়া অন্য সাত খেলোয়াড় অংশ নিয়েছিলেন ৫ বা ৬ ম্যাচের টেস্ট সিরিজে।
মঈন অংশ নেন চার ম্যাচের টেস্ট সিরিজে। সর্বশেষ এই তালিকায় নাম উঠেছে ভারতের রবীচন্দ্রন অশ্বিনের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে ৩০৬ রান ও ২৮ উইকেট নেন অশ্বিন। এই তালিকায় অন্য ছয় খেলোয়াড় হলেন- ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার ট্রেভর গোডার্ড ও অবরি ফকনার, অস্ট্রেলিয়ার জর্জ গিফিন ও রিচি বেনাউদ, ইংল্যান্ডের ইয়ান বোথাম (দু’বার)।
টেস্ট সিরিজে ২৫০ রান বা ততোধিক ও ২৫ বা ততোধিক উইকেট শিকার করা খেলোয়াড়রা :
ক্রিকেট ইতিহাসে এমন প্রথম এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি। ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ৩০১ রান ও ২১ উইকেট নিয়েছিলেন হ্যাডলি।
তবে টেস্ট সিরিজে ২৫০ রান ও ২৫ শিকার করা অষ্টম খেলোয়াড় হলেন মঈন। অবশ্য এমন কীর্তি গড়া অন্য সাত খেলোয়াড় অংশ নিয়েছিলেন ৫ বা ৬ ম্যাচের টেস্ট সিরিজে।
মঈন অংশ নেন চার ম্যাচের টেস্ট সিরিজে। সর্বশেষ এই তালিকায় নাম উঠেছে ভারতের রবীচন্দ্রন অশ্বিনের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে ৩০৬ রান ও ২৮ উইকেট নেন অশ্বিন। এই তালিকায় অন্য ছয় খেলোয়াড় হলেন- ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার ট্রেভর গোডার্ড ও অবরি ফকনার, অস্ট্রেলিয়ার জর্জ গিফিন ও রিচি বেনাউদ, ইংল্যান্ডের ইয়ান বোথাম (দু’বার)।
টেস্ট সিরিজে ২৫০ রান বা ততোধিক ও ২৫ বা ততোধিক উইকেট শিকার করা খেলোয়াড়রা :
খেলোয়াড় |
ম্যাচ | রান | উইকেট | প্রতিপক্ষ | সাল |
মঈন আলী (ইংল্যান্ড) |
৪ | ২৫২ | ২৫ | দক্ষিণ আফ্রিকা | ২০১৭ |
রবীচন্দ্রন অশ্বিন (ভারত) |
৫ | ৩০৬ | ২৮ | ইংল্যান্ড | ২০১৬ |
রিচি বেনাউদ (অস্ট্রেলিয়া) |
৫ | ৩২৯ | ৩০ | দক্ষিণ আফ্রিকা | ১৯৫৭ |
ইয়ান বোথাম (ইংল্যান্ড) |
৬ |
৩৯৯ |
৩৪ |
অস্ট্রেলিয়া |
১৯৮১ |
ইয়ান বোথাম (ইংল্যান্ড) |
৬ |
২৫০ |
৩১ |
অস্ট্রেলিয়া |
১৯৮৫ |
অবরি ফকনার (দক্ষিণ আফ্রিকা) |
৫ | ৫৪৫ | ২৯ |
ইংল্যান্ড |
১৯১০ |
জর্জ গিফিন (অস্ট্রেলিয়া) |
৫ |
৪৭৫ |
৩৪ |
ইংল্যান্ড |
১৮৯৪ |
ট্রেভর গোডার্ড (দক্ষিণ আফ্রিকা) |
৫ | ২৯৪ | ২৬ |
অস্ট্রেলিয়া |
১৯৬৬ |
কপিল দেব (ভারত) | ৬ | ২৭৮ | ৩২ | পাকিস্তান |
১৯৭৯ |