প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদান দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরতদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা অনুদান হিসেবে দেয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।