লালমনিরহাটের আদিতমারী এলাকার বিভিন্ন বয়সী ২১ জন ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আসার শপথ নিয়ে আত্মসমর্পণ করেছেন।
বুধবার সন্ধ্যার দিকে আদিতমারী থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসর্মপণ করেন।
এসময় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আত্মসমর্পণকারী ওই মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে আপনারা ভাল হয়ে থাকলে, পৃথিবীর সবচেয়ে কাছের বন্ধু হব আমি। তবে আবারও যদি আগের পথে চলে যান, তাহলে চরম শত্রু হব আমি।
এর আগে তারা প্রত্যেকেই লিখিত অঙ্গীকারপত্র পুলিশ সুপারের হাতে তুলে দেন।
আত্মসমর্পণকারীরা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদলের আব্দুল হাই (৬৫), মধুপুরের মতিয়ার রহমান মতি (৬৪), একই গ্রামের জয়নাল আবেদীন (৬৬), আবুল হোসেন (৪২), জনু মিয়া (২৩), মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের জিন্নাত আলী (৩৮), দক্ষিণ বালাপাড়া গ্রামের দুলু মিয়া (৩৬), রবিউল ইসলাম (৩৬), রিয়াজ উদ্দিন (৩৮), এমদাদুল হক (৪০), মাহাতাব আলী (২৫), শাহজাহান আলী (৩৮), হারুন মিয়া (৩২), সামছুল হক (৩৮), আব্দুস সোবহান (৪৫), ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের আইয়ুব আলী (৪৩), জরিপ আলী (২৬), আনিছুর রহমান (৩৮), মুকুল হোসেন (৪৫), বড় কমলাবাড়ি গ্রামের আলী হোসেন (৫৫) ও আদিতমারী উত্তরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬৭)।
লিখিত অঙ্গীকারপত্রে আত্মসমর্পণকারীরা মাদক ব্যবসা করবেন না, কেউ মাদক ব্যবসা করলে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।