ট্টগ্রামের চন্দনাইশের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটার দায়ে মো. আজিজ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের চন্দনাইশ উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর মৌজা এলাকায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাহাড় কাটার সময় একটি খননযন্ত্র (এক্সক্যাভেটর) জব্দ করা হয়। এসময় বনবিভাগের বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান অভিযানে অংশ নেন।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে আজিজ নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।