রাজধানীর তুরাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির সর্দার ও দীর্ঘ ৯ বছর ধরে পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ এপ্রিল) র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, গতকাল রোববার রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দুটি মামলার পলাতক আসামি অবস্থান করছে।
তিনি বলেন, দিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ৯ বছর আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি। মনির গাইবান্ধা গোবিন্দগঞ্জের দাড়িদহ ছয় ঘরিয়ার আবুল কালামের ছেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মনির একজন অজ্ঞান পার্টির সর্দার। তিনি তার বাহিনীর কাছে শশা মনির নামে পরিচিত। তার বাহিনী দীর্ঘদিন ধরে শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনাশক মেডিসিন মিশিয়ে বাসসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করত।
তিনি আরও জানান, মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান, ছিনতাই মামলা রয়েছে।