ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, অভিযান চালাবে।
রবিবার (১০ এপ্রিল) বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য ব্রিফিংয়ে জানিয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া বের হতে না পারে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার কমানোর পদ্ধতি গ্রহণের বিষয়ে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বাইরে এবং ভেতরে মাদক ব্যবসা বন্ধ করতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।