চট্টগ্রামের নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) রাত ১১টায় সিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলো – ভোলার দৌলতখান থানার দৌলতখান বাজার চৌধুরী মিয়ার বাড়ি এলাকার বেলাল হোসেনের ছেলে মো. জসিম ওরফে মনির হোসেন (২৮), নগরীর বাকলিয়া থানার ফিশারি ঘাট ভেড়া মার্কেট এলাকার আবদুল জলিলের ছেলে মহিউদ্দিন, জেলার পটিয়া থানার হরিণ খাইন গ্রামের মো. ইসমাইরের ছেলে শাহাদাত হোসেন সাজ্জাদ (২৭), কুমিল্লার মুরাদনগর থানার ধামঘর বশির উদ্দিনের বাড়ির শাহ আ্লমের ছেলে মো. সোহেল (২৫), একই থানার ছোট শালঘর গ্রামের মৃত মো. খোরশেদের ছেলে মো. আল-আমিন (২২), নগরীর বাকলিয়া তুলাতলী জামাই বাজার এলাকার হাজী আবু তৈয়বের ছেলে আবদুর রাজ্জাক ওরফে রানা (২৪), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন সাইদ পাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. শরিফ ওরফে কালাইয়া (২০) এবং বাকলিয়া নতুন ব্রিজ এলাকার বকুল কলোনীর মো. শাহ আলমের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দেশীয় অস্ত্র শাবল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার বিভিন্ন দোকান ও আশপাশের বাসাবাড়ি এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা বিভিন্ন পথচারীকে জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল তারা।