সাতক্ষীরার কালীগঞ্জে এক ছাত্রকে বলৎকারের ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় মাদ্রাসাশিক্ষক আনোয়ারুল ইসলামকে (৩৩) গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি স্থানীয় হেফাজত নেতা বলে জানা যায়।
পুলিশ জানায়, ৩ থেকে ৪ দিন আগে মাদ্রাসার ১৬ বছরের এক ছাত্রকে আনোয়ারুলের বলৎকারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এসপির নির্দেশে বিষয়টি তদন্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। ওই হেফাজত নেতাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। ওই মুঠোফোনে এই কিশোরসহ আরও কয়েক শিশু-কিশোরকে তার বলৎকারের ছবি পাওয়া গেছে।
পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হুমায়ন কবির বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই হেফাজত নেতা দীর্ঘদিন ধরে ছাত্রদের বলৎকার করে ছবি তুলে রাখেন। তাদের ভয়ভীতি দেখিয়ে আবারও বলৎকার করতেন তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।