ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, সরকার বিরোধী অপপ্রচার ও প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
অপপ্রচার ছাড়াও Online Escorts Service Provider পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ৭ জনকে
গ্রেফতারকৃতরা হলো- ১। মাহমুদ(২২), ২। আসিফ হাসান তুষার(২৮), ৩। কাজী কাদের নেওয়াজ(২৫), ৪। রেজওয়ান উল হায়দার(২৮), ৫। সৈয়দ বিপ্লাব হাসান(২৩), ৬। মোস্তফা মোশারফ(২৫) ও ৭। নুরুন্নাহার নুরী(১৯)।
এ সময় তাদের হেফাজত হতে ৪টি মোবাইল, ১টি ট্যাব, ১টি হার্ডডিস্ক, ডিজে পার্টিতে প্রবেশের টিকেট ১৩টি ও ডিজে পার্টির ৯টি পোষ্টার উদ্ধার করা হয়।
গতকাল সন্ধ্যা হতে রাত ১০টা পর্যন্ত কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম গুলশান ও বাড্ডা এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা ফেসবুক আইডি, Facebook Groups, Facebook Page, You Tube Channel সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের Online Escorts Service Provider পরিচয় দিয়ে বিভিন্ন বয়সের নারীদের দিয়ে Escorts Service এর ব্যবসা করে আসছিল। তারা বিভিন্নভাবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মিডিয়ায় অশালীন ছবি ও মোবাইল নম্বর পাঠিয়ে নানা ধরনের প্রচারণা চালাত।
এছাড়া বাংলাদেশ সরকার, ধর্ম ও ঐতিহ্যে আঘাত হেনে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপতৎপরতা চালায় তারা। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।