ব্যয়বহুল ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) সবচেয়ে বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জব্দকৃত আইসের ওজন ১২ কেজি। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
র্যাব জানিয়েছে, জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
বুধবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আজ (বুধবার) রাতে মুন্সিগঞ্জ জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি আইসের একটি চালান জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় বিপুল পরিমাণ অন্যান্য মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও আইস চালানের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।