1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হেফাজতের আন্দোলন আদর্শহীন: সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা রুহি

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৩১ মার্চ, ২০২১

হেফাজতের সাম্প্রতিক আন্দোলন লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এবং আদর্শহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহি।
গত ২৬ এবং ২৮ মার্চ ঘটে যাওয়া হেফাজতের সহিংস আন্দোলনের সমালোচনায় এ মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বাধীন কমিটির যুগ্ম মহাসচিব পদে থাকা রুহি আগেও বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে হেফাজতের বর্তমান কমিটির সমালোচনা করেন।
এ প্রসঙ্গে মাওলানা রুহি বলেন, সাম্প্রতিক ঘটনা দেশ ও কওমি মাদ্রাসার জন্য একটি অশনি সংকেত। যা ভবিষ্যতে সংগঠন পরিচালনায় প্রভাব পড়বে।
রুহি বলেন, হেফাজতের মৌলিক নীতি হলো- এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কোনও রাজনৈতিক উচ্চাবিলাস চলতে পারে না। হরতালে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুর করে আগুন দেয়া হয়েছে। যা কখনোই কাম্য নয়।
 
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশে সহিংস আন্দোলনে নামে হেফাজত ইসলাম। এ সহিংসতায় হতাহত হন বেশ কয়েকজন।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।


সর্বশেষ - রাজনীতি