1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা, যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

কোরিয়া উপদ্বীপে পাল্টাপাল্টি উত্তেজনার জেরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গত রোববার (১৯ ফেব্রুয়ারি) যৌথ বিমান মহড়া চালায়। এর আগের দিন উত্তর কোরিয়া একটি দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ মহড়ার ব্যাপারে তারই হুঁশিয়ারি হিসেবে মহড়া চালায়। তারপর সোমবারও (২০ ফেব্রুয়ারি) পিয়ংইয়ং দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জেনারেল স্টাফ জানায়, এ মহড়ায় বোমারু বিমান বি, ১বি এর সঙ্গে এফ-১৬, এফ-৩৫এ ও এফ-১৫কে জঙ্গী বিমান অংশ নেয়।

ইয়োনহাপ বার্তা সংস্থার খবর জানায়, এ মহড়ায় মিত্র জোটের “সর্বোচ্চ” প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্ততির দিকটি প্রতিফলিত হয়েছে।

শনিবার উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালেস্টিক ৬৬ মিনিট আকাশে অবস্থান করে ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৭০০ কিলোমিটার উচ্চতায় উঠার পর সাগরে পতিত হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।


সর্বশেষ - রাজনীতি